সর্বশেষ

ঘরের চোখওঠা - পরের ইবোলা

এই দেশের পত্রপত্রিকা,টিভি চ্যানেল,অনলাইন পোর্টাল,ফেসবুক,ব্লগ ইত্যাদি জুড়ে 'ইবোলা' ভাইরাসের দৌরাত্ম।অথচ নিজের দেশে যে 'চোখ ওঠা' ভাইরাস মহামারীর পর্যায়ে সেদিকে কারো খেয়াল নেই।প্রতিদিন গণমাধ্যমের একটা বিশাল অংশ জুড়ে ইবোলা প্যাঁচাল,তবে চোখ ওঠা নামের মারাত্মক ছোঁয়াচে রোগের কোন স্থান নেই।কিন্তু গত কয়েক সপ্তাহ জুড়ে বাংলাদেশে উল্লেখযোগ্য সংখ্যক লোক চোখ ওঠা রোগে আক্রান্ত হয়েছে।

এ যেন ঘরের অসুস্থ্য লোকের চেয়ে পরের ব্যথায় কাতর অকৃতজ্ঞদের মিলনমেলা।একেতো দেশের গণমাধ্যমে অর্থনীতির ভিত্তি কৃষি নিয়ে কোন খবর নেই,তারওপর এখন জনগণের স্বাস্থ্যখাতও এখন উপেক্ষিত।

জাতীয়তাবোধহীন,রাষ্ট্রের কল্যাণে অনিচ্ছুক,ব্যক্তিকেন্দ্রিক গোষ্ঠীর দখলে গণমাধ্যম থাকার কুফল আর কত দেখতে হবে কে জানে ! আমার অসম্মান করতে ইচ্ছে করে দেশ ও জাতির প্রতি দায়িত্ত্ববোধহীন এসব ভোগবাদীদের ।

২২.১০.২০১৪
পাঠ অনুভূতি