![]() |
জাবির আকাশে প্রেমাহত চাঁদ । ছবি/ বাংলাদেশের অন্যতম সেরা কবি অধ্যাপক খালেদ হোসাইন স্যার। |
'সত্যি বলতে চাঁদ দুইটা
সারা দুনিয়ার চাঁদ
জাহাঙ্গীরনগরের চাঁদ'
এ কথা শুনে আলতো হেসে তুমি দেখতে চেয়েছিল জ্যোত্স্না-
সেন্ট্রাল ফিল্ডে আকাশমুখী হয়ে,
একটু কি মনে পড়ে ?
আজ দেখবে ? আজ দেখা যেতে পারে
আজ চন্দ্র চেয়ে আছে আসমান থেকে প্রিয় চন্দমুখী
আশ্বিনের সমাপ্তি বিন্দুতে
লাল ইটগাঁথা, পিচপথ, কত শাপলা , কত পাখি ও অজস্র গাছপালার দিকে
একটা দুনিয়ার থেকে আলাদা চাঁদ উঠেছে।
তাই
চলো, চৌরঙ্গী থেকে সোজা হেঁটে, চলো যাই
চলো রাতটাকে ভেদ করে
চাঁদটাকে মাথায় করে
আমাদের জলসিঁড়ি-মনপুরা-শহীদ বেদী-ক্যাফেটেরিয়া-
পুরাতন কলা ভবনের পাশের সেই হিজলতলা
জারুল-রাঁধা-কৃষ্ণচূড়া-মেহগনি-ছাতিমের পাতা ডিঙিয়ে আসা মৃদু নেশালোকে
ভিজে ভিজে ভালবাসি
চলো আজ রাতে পূর্ণ পুষ্পচন্দ্রটা দেখে আসি ।
নিশ্চয়ই ঘাসের উপর শুয়ে সম্মিলিত স্বরে আমরা বলবো,
পৃথিবীর সাপেক্ষে চাঁদ দুইটা
একটি তাই যা সব মানুষ দেখে
আরেকটি আমরা দেখি
জাহাঙ্গীরনগরের সবুজসমুদ্র থেকে-
দলবেঁধে বন্ধুরা, এক ঝাঁক একলারা ও প্রেমিক-প্রেমিকারা ।
এখানে চাঁদ ওঠে নিস্বর্গর ঘোরলাগা ভাল লাগা নিয়ে
এখানে চাঁদ জাগে হাজারো চোখে স্বপ্ন এঁকে দিয়ে
এখানে চন্দ্রদেহ থেকে ঝরে প্রকৃতিপ্রদত্ত ছন্দ-গল্প-গীত-সুর-কবিতা
এখানে নিস্তব্ধতায় জ্যোৎস্নায় কথা বলে মানুষের সাথে জানো কি তা?
#জাহাঙ্গীরনগরের #চাঁদ
আশ্বিনের সমাপ্তি বিন্দুতে
লাল ইটগাঁথা, পিচপথ, কত শাপলা , কত পাখি ও অজস্র গাছপালার দিকে
একটা দুনিয়ার থেকে আলাদা চাঁদ উঠেছে।
তাই
চলো, চৌরঙ্গী থেকে সোজা হেঁটে, চলো যাই
চলো রাতটাকে ভেদ করে
চাঁদটাকে মাথায় করে
আমাদের জলসিঁড়ি-মনপুরা-শহীদ বেদী-ক্যাফেটেরিয়া-
পুরাতন কলা ভবনের পাশের সেই হিজলতলা
জারুল-রাঁধা-কৃষ্ণচূড়া-মেহগনি-ছাতিমের পাতা ডিঙিয়ে আসা মৃদু নেশালোকে
ভিজে ভিজে ভালবাসি
চলো আজ রাতে পূর্ণ পুষ্পচন্দ্রটা দেখে আসি ।
নিশ্চয়ই ঘাসের উপর শুয়ে সম্মিলিত স্বরে আমরা বলবো,
পৃথিবীর সাপেক্ষে চাঁদ দুইটা
একটি তাই যা সব মানুষ দেখে
আরেকটি আমরা দেখি
জাহাঙ্গীরনগরের সবুজসমুদ্র থেকে-
দলবেঁধে বন্ধুরা, এক ঝাঁক একলারা ও প্রেমিক-প্রেমিকারা ।
এখানে চাঁদ ওঠে নিস্বর্গর ঘোরলাগা ভাল লাগা নিয়ে
এখানে চাঁদ জাগে হাজারো চোখে স্বপ্ন এঁকে দিয়ে
এখানে চন্দ্রদেহ থেকে ঝরে প্রকৃতিপ্রদত্ত ছন্দ-গল্প-গীত-সুর-কবিতা
এখানে নিস্তব্ধতায় জ্যোৎস্নায় কথা বলে মানুষের সাথে জানো কি তা?
#জাহাঙ্গীরনগরের #চাঁদ
0 Comments