এই চীন সেই চীন , সেই যে চৈনিক পরিব্রাজকের দল এসেছিলো বাংলার বেহেশতে
অতীশ দীপঙ্কারের জন্মের ভূমি দেখতে
ওরা আলোকিত হয়েছিল আমাদের অতীশীয় আলোয়
ওদের বহুদর্শী হিউয়েন সাঙ থেকে ফা , ওদের বাণিজ্য বঙ্গোপসাগর বা গ্রান্ডট্রাঙ্ক দিয়ে
এই দেশে যেভাবে আসতে , ফের বুঝি এসেছে
একাত্তরের বাজে অবস্থার পর ওরা এসেছে আবার , বিনিয়োগ নিয়ে
আসুক ।
ভৌগলিক স্বার্থে চৈনিক প্যাঁচে ফেলে বহু মাতুব্বরের খবরদারি এইবার শেষ হইবে
যার যার স্বার্থে এইখানে আসবা , খাবা আর ভাগবা
আর তা হবেনা , ওগো ছদ্মভালোরা
এবার দেন দরবার করি এসো , আদান প্রদান ছাড়া আর কেউ এইখানে সুবিধা পাবানা
এইখানটা ঈশা খাঁর, শশাঙ্কের , শায়েস্তা খাঁর
এইখানটা শামসুদ্দিন ইলিয়াসের সমৃদ্ধ বাংলাদেশ
এই দেশ ঘাড়টা বাঁকা করলে , আর কারো ঘাড় কভু সোজা হবেনা,
যতই পাল্টাও বেশ !
#বাংলাদেশে চৈনিক কূটনীতি চলিলে পরে
অতীশ দীপঙ্কারের জন্মের ভূমি দেখতে
ওরা আলোকিত হয়েছিল আমাদের অতীশীয় আলোয়
ওদের বহুদর্শী হিউয়েন সাঙ থেকে ফা , ওদের বাণিজ্য বঙ্গোপসাগর বা গ্রান্ডট্রাঙ্ক দিয়ে
এই দেশে যেভাবে আসতে , ফের বুঝি এসেছে
একাত্তরের বাজে অবস্থার পর ওরা এসেছে আবার , বিনিয়োগ নিয়ে
আসুক ।
ভৌগলিক স্বার্থে চৈনিক প্যাঁচে ফেলে বহু মাতুব্বরের খবরদারি এইবার শেষ হইবে
যার যার স্বার্থে এইখানে আসবা , খাবা আর ভাগবা
আর তা হবেনা , ওগো ছদ্মভালোরা
এবার দেন দরবার করি এসো , আদান প্রদান ছাড়া আর কেউ এইখানে সুবিধা পাবানা
এইখানটা ঈশা খাঁর, শশাঙ্কের , শায়েস্তা খাঁর
এইখানটা শামসুদ্দিন ইলিয়াসের সমৃদ্ধ বাংলাদেশ
এই দেশ ঘাড়টা বাঁকা করলে , আর কারো ঘাড় কভু সোজা হবেনা,
যতই পাল্টাও বেশ !
#বাংলাদেশে চৈনিক কূটনীতি চলিলে পরে
0 Comments