সর্বশেষ

তুমি কল্পনা হয়ে থাকবে


যতোটা সহজে ভুলে যেতে বলো ততোটাই কঠিন
সন্ধ্যার শুরুতে তুমিবিহীন বেঁচে থাকা,
ছাতিম ফুলের গাঢ় গন্ধে তোমাকে খোঁজা
মেয়ে,তোমার পাশে প্রাণখুলে বসে কথা বলা-
রাত বিরাতে ছন্দবিহীন কবিতা লেখা ।


যতোটা সহজে নিষেধ করো স্বপ্ন দেখতে ততোটাই র্দুর্বোধ্য
যাপিত জীবন চোখের মায়ায় তোমাকে সঁপে
নিরবচ্ছিন্ন দেখি প্রতিটি ছবি,অযত্নে তবু সরিয়ে দাও
উষ্ণ মায়ার ক্লান্ত কন্ঠে....
তুমি বলো দূরে চলে যেতে গন্তব্য ফেলে
আর ভুলে যেতে মৃত্তিকার সেই অপ্সরীকে
তুমি চাও কষ্টহীন বাঁচাতে আমাকে ভ্রান্ত পথে
তোমাকে ভুলে; না,না কিছুতেই না
একা থাকতে তোমাকে দেবোনা-
অছোঁয়া জীবনের নিঃসঙ্গ সব তিমির রাতে
ছুটে আসবো পাপহীন অজস্র শিখা দুহাতে।

যতো বার তুমি ভুলে যেতে বলো প্রেম,প্রেয়সী ও ভালবাসাবাসি
ততোবার তুমি শিকড় গেড়ে জীবনের রঙ করো আকাশী-
রক্ত বন্যায় ভাসিওনা আমায়,সুহাসিনী পুতুল
শ্রেষ্ঠ প্রেমকে ফিরিয়ে দিয়ে করোনা গো ভুল ।

আমি ঠিক করেছি তোমার এই কথা রাখবোনা
অদৃশ্য হয়ে যাবো তোমার চোখে
তারপর মনের মত তোমাকে দেখবো,
স্বপ্নসাধের বৃহত্তম এক ঘর বানাবো-
আমি যার রূঢ় বাস্তবতা,তুমি নিছক ব্যথার কল্পনা ।

২০ অক্টোবর,২০১৪।
পাঠ অনুভূতি