পৃথিবীর সবচেয়ে অসাম্প্রদায়িক রাষ্ট্রের নাম বাংলাদেশ।সম্প্রীতির চূড়ান্ত
প্রমাণ দুর্গা পূজার সময়ে সারাদেশে একই আনন্দের ঢেউ ছড়িয়ে যায়।এখানে প্রতি
পূজায় সরকারি ছুটি রয়েছে যেখানে ভারতে বা আমেরিকা যুক্তরাষ্ট্রে ঈদের কোন
ছুটি নেই।যখন পার্শ্ববর্তী সাম্প্রদায়িক রাষ্ট্রের শিবসেনা,আরএসএস ও
বিজেপির টেররিস্টরা মুসলমানদের উপর গরু খাওয়ার অপরাধে আক্রমণ করছে ঠিক তখন
বাংলাদেশের হিন্দু,মুসলমান কাঁধে কাঁধ রেখে মহাধুমধাবে দুর্গা পূজা উদযাপন
করছে।ঈদের আনন্দ ভাগাভাগি করে নিচ্ছে।এখানে হিন্দু ও মুসলমানের দূরত্ত্ব
ঘুচে যায় বাংলাদেশের লাল ও সবুজের নিরাপদ ছায়াতলে।চিরদিন বাংলাদেশিরা এই
সম্প্রীতি লালন করে পৃথিবীতে অদ্বিতীয় রইবে-এটাই আমাদের জীবনের মন্ত্র
হোক।সবাইকে পূজোর শুভেচ্ছা।