সর্বশেষ

প্রজাপতি

আমার রুম ভরে গেছে ছোট ছোট প্রজাপতিতে।আশ্চর্যরকমের ওরা!কেউ সাদা,কেউ কালো,কেউ রঙিন।কোথা থেকে এসেছে জানিনা।বিগত সপ্তাহখানেক এই অবস্থা।সম্ভবত আমার রুমে কয়েকটি প্রজাপতি পরিবার রয়েছে।ভালই লাগে।আমার হাতে,কাঁধে,মাথায়,শার্টে,জানালায়,ল্যাপটপে,বইয়ে ওরা বসে থাকে।কেউ আমারে ভয় পায়না।আমি ওদের খাবার দিতে চাই।কেউ কি জানেন প্রজাপতির খাবার কি?

আচ্ছা,ছোটবেলায় শুনেছি গায়ে প্রজাপতি পড়লে টাকা আসে। আমার জীবনে অনেক সময় এইসব প্রচলিত কথা সত্য হয়।তো আমার রুমে এই যে শখানেক প্রজাপতি এটা কি তবে...?আহ!ভাবতেই কেমন ভাল লাগছে।একা একা গাইতে ইচ্ছে করে '...কোথায় পেলে ভাই এমনো রঙিন পাখা?'...
২২.১০.২০১৫
পাঠ অনুভূতি