সর্বশেষ

প্রেমিক অথবা মানুষ


ঠিক সেই সময়ে ভালবাসার সাধারণ নিয়ম মেনে চলা কঠিন যখন
শ্রমিকের আকুতিতে বাতাসের রং হয় নীলাভ,রাস্তার উপর ভেঙে পড়ে বুর্জোয়া বিলবোর্ড,
ছেঁড়া কাপড়ে মজুরের দল,শোষিতরা ঝাঁকঝাঁক বেরিয়ে চিত্‍কার দিলে
তোমার বুকে মাথা পেতে থাকা যায়না,
আমার টগবগে তারুণ্যের শক্তি ও সম্ভাবনা শুধু তোমার নয়,প্রিয়া
ঐ শ্রমিক-মুটে-মজুরের পাওনা আছে আমার কাছে
কড়ায় গন্ডায় তা পোষাতে হবে,না হলে আমি শুধু প্রেমিকের খাতায় নাম লেখাবো
কেটে যাবে নাম মানুষের থেকে।

শত কোটি প্রেমিকের ভীড়ে আমি মানুষ থাকতে চাই
প্রেমিকার গর্ভে আমার করুন পতন নয় ।
যৌবন বৃক্ষ হতে আত্মত্যাগ ও সাম্যের ফল খাবে পথিক,ফকির,ভূমিহীন,পুঁজিহীন
আমার বারবার জন্ম হবে বিপ্লবীর বেশে ।
২০ অক্টোবর,২০১৫
পাঠ অনুভূতি