রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ছাত্র মোতালেব হোসেন লিপুকে হত্যা করা হয়েছে । জ্বলজ্ব্যান্ত ছেলেটিকে ড্রেনের মধ্যে মৃত পাওয়া গেল । এ নিয়ে রাবির শিক্ষার্থীরা কোন ধরনের বিচার চেয়ে প্রতিবাদ শুরু করেছে কি এখনো? রাবি প্রশাসন ও প্রক্টরিয়াল বডি কি করলো ? বিভাগের শিক্ষক গণমাধ্যমকে বলেছেন, ছেলেটি কোন রাজনীতির সাথে জড়িত ছিলনা । ক্যাম্পাসে একটি ছাত্র খুন হয়ে যাবে সবার চোখের সামনে বা অলক্ষ্যে বা বেখায়ালে এমন অনিরাপদ ক্যাম্পাসে পিতামাতা কিভাবে সন্তানকে পড়তে পাঠাবেন?
রাবি প্রশাসনের জবাবদিহি করতে হবে জনগণ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে । বিশ্ববিদ্যালয়ের নিজস্ব নিরাপত্তা বলয় থাকতে ছেলেটি কিভাবে খুন হয়ে গেলো? কারা করলো? কেন করলো? রাবি ক্যাম্পাস কি বহিরাগত সন্ত্রাসী মুক্ত?
রাবি প্রশাসনের জবাবদিহি করতে হবে জনগণ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে । বিশ্ববিদ্যালয়ের নিজস্ব নিরাপত্তা বলয় থাকতে ছেলেটি কিভাবে খুন হয়ে গেলো? কারা করলো? কেন করলো? রাবি ক্যাম্পাস কি বহিরাগত সন্ত্রাসী মুক্ত?