সর্বশেষ

বিশ্বাস করুন অন্যান্য জমিদারদের মত রবীন্দ্রনাথ ঠাকুরও বৈশাখে খাজনা খেতো


বিশ্বাস করুন অন্যান্য জমিদারদের মত রবীন্দ্রনাথ ঠাকুরও বৈশাখের প্রথম দিন কৃষকের কাছ থেকে খাজনা তুলতো এবং নিজের প্রয়োজন মতো রেখে বাকিটা পৌঁছে দিতো প্রভু ইংরেজদের খাস কামরায়।'এসো হে বৈশাখ'কে এতোটা আকুল হয়ে কামনায় রবি ঠাকুরের মনস্তত্ত্বে ফসলের খাজনা উত্তোলনের চেতনা ছিল কি না এ নিয়ে গবেষণা হতে পারে।এ পহেলা বৈশাখ এক ধরনের সুশীল যমদূত হয়েই আসতো কৃষক বাঙালির কাছে।ইলিশ না,পান্তাভাতের সাথে কাঁচা মরিচ বা পোড়া শুকনো মরিচ,পেঁয়াজ ও লবন দিয়ে ভাত খেয়ে খাজনা দিতে যেতো নির্যাতিত অনার্য বাঙালি।হায় খাজনা উত্তোলন দিবস,আজ তুই 'হাজার বছরের উত্‍সব'!
[বাঙালির বর্ষবরণ-৩]ঃ
১৩ এপ্রিল, ২০১৫।
পাঠ অনুভূতি