আমি গোলাপ দিতে পারিনি
পারিনি আনতে নীল কোন পদ্ম,
দখিনা বাতাসের প্রতিশ্রুতি দিতে আসিনি
ব্যথিত বালকের কষ্ট এনেছি সদ্য।
আমি তোমার মত বৈশ্বিক প্রেমিকার হাতের খেলনা,
গুটিশুটি দিয়ে থাকা ভয়ার্ত দোপেয়
তুমি যখন প্ল্যাস্টিকে মোড়ানো মৃতগন্ধ পুষ্পের প্রতীক্ষায়
আমি তখন একগুচ্ছ নিমফুল হাতে নির্বাক দাঁড়ায়ে,
জৈষ্ঠ্যের তপ্ত প্রকৃতি দেয় মরীচিকার ভেলা এগিয়ে।
গুটিশুটি দিয়ে থাকা ভয়ার্ত দোপেয়
তুমি যখন প্ল্যাস্টিকে মোড়ানো মৃতগন্ধ পুষ্পের প্রতীক্ষায়
আমি তখন একগুচ্ছ নিমফুল হাতে নির্বাক দাঁড়ায়ে,
জৈষ্ঠ্যের তপ্ত প্রকৃতি দেয় মরীচিকার ভেলা এগিয়ে।
চারদিকে কত উত্সব,কত উচ্ছ্বাস,তোমার মুখ শুধু প্যাঁচা
আমার চোখ বন্ধ,জগত্ আবছা,বন্দি করেছে লজ্জার খাঁচা।
আমার চোখ বন্ধ,জগত্ আবছা,বন্দি করেছে লজ্জার খাঁচা।