
২।
ছবির কাহিনী মুক্তিযুদ্ধের পর এক দল স্বপ্নমানব, যারা চলচ্চিত্র দিয়ে দেশ ও জাতিকে গড়তে চায়, জাতির সকল প্রতিবন্ধকতাকে জয় করতে চায়।(ভিডিও: শেখ হাসিনার ভ্যানচালক ইমাম এসব কি বলছে?)) 'আমরা একটা সিনেমা বানাবো' মুক্তিযুদ্ধ পরবর্তী বাংলাদেশের স্বপ্ন, ভালবাসা, রোমাঞ্চ ও বিপ্লব নিয়ে। আশরাফ শিশির ভাইয়ের কথানুযায়ী, এ সিনেমা বানানোর গল্পে উঠে এসেছে বাস্তবতা, দ্বন্দ্ব, তত্ত্ব, বয়ান, প্রতিবয়ান, বিনির্মাণ, বিপ্লব, স্বপ্ন-সাফল্য-ব্যর্থতার কথা। সিনেমাটি সাদাকালো। আশরাফ ভাইয়ের মতে, এদেশের মানুষ সাদাকালো, তবে তারা স্বপ্ন দেখে রঙিন। সেই রঙিন স্বপ্নকেই সাদাকালো ফ্রেমে নান্দনিকভাবে উপস্থাপন করেছেন গাড়িওয়ালাখ্যাত আশরাফ ভাই। অধীর আগ্রহে অপেক্ষা করছি বাংলাদেশের চলচ্চিত্রের মাস্টারপিসটি দেখার জন্য। এর শ্যুটিং হয়েছে পাবনার ঈশ্বরদীর পদ্মাপাড়ে।(ভিডিও: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের র্যাগিং) অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ, সুমনা সোমা, স্বাধীন খসরু, মাসুম আজিজ, প্রাণ রায়, তেরেসা চৈতি, আয়শা মুক্তি, এলিনা শাম্মী, অরণ্য রানা, আনন জামান, দুখু সুমন, কাবেরী রায় চৌধুরীসহ অনেকে। সংগীত পরিচালনা করেছেন রাফায়েত নেওয়াজ। (রাইজিং বিডিতে দেয়া সাক্ষাৎকারে এ তথ্য দেন আশরাফ ভাই।)
৩।(ভিডিও: ভারত-পাকিস্তান আসন্ন যুদ্ধ নিয়ে কি ভাবছে বাংলাদেশী তরুণরা?))
আমার বিশ্বাস, 'আমরা একটি সিনেমা বানাবো' ছায়াছবিটি অস্কারের জন্য মনোনীত হবে এবং তা বিশ্বকে ফের লাল-সবুজের শ্রেষ্টত্ত্বকে স্বীকৃতি দিতে বাধ্য করবে। আশরাফ শিশির কি সেটি আমরা বিশ্বের শখানেক দেশ থেকে পুরস্কারপ্রাপ্ত 'গাড়িওয়ালা' দেখে বুঝেছি। এবার তাঁর মাস্টারপিস 'আমরা একটি সিনেমা বানাবো' এর সময়, যে চচ্চিত্রটি তৈরি করতে সময় লেগেছে ৮ বছর।(ওমর সানি বললেন, মিশা সওদাগার তুমি ১০ হাজার টাকারও আর্টিস্ট ছিলানা)) আট বছর একজন সৃজনশীল নির্মাতা যেখানে সময় দিয়েছেন, যেখানে রাইসুল ইসলাম আসাদের মত বিশ্বমানের অভিনেতা রয়েছেন সেই সিনেমা এমন কিছু নিশ্চয়ই নিয়ে আসছে যা এর পূর্বে কেউ আসেনি। পদ্মা পাড়ের জীবন থেকে শহুরে কৃত্রিমতা, মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব থেকে বাস্তবিক ঘটনা সব উঠে এসেছে এ চলচ্চিত্রে। পুরো ২১ ঘন্টাই শতভাগ সত্য ঘটনা অবলম্বনে চিত্রায়িত হয়েছে।
৪।(ভিডিও: অন্ধ শিশুটিকে স্বর্গের কণ্ঠ দিয়েছে আল্লাহ!)
চলুন নিজের দেশের চলচ্চিত্র দেখার ও প্রচারণার প্রস্তুতি নিই। মনে রাখবেন, হাতেগোনা কয়েকজন আশরাফ শিশিররাই বাংলাদেশ। তাঁদের উপরই আগামীর বাংলাদেশের সাংস্কৃতিক অস্তিত্ত্ব থাকা না থাকা নির্ভর করছে। জাজ-গৌতম-আজিজ-জয়া-ফারিয়া-ফারুকী এদেশের প্রতিনিধিত্ত্ব করেনা। এদেশ গাড়িওয়ালাদের, এদেশ গাড়িওয়ালার দর্শকদের। 'আমরা একটি সিনেমা বানাবো' আসছে ঐ...। বাংলাদেশের মাটি ও মানুষের গল্প বলতে।(এটি একটি কলিজায় আগুন ধরানো গান। শুনেই দেখেন ভাইয়া!) এই দেশের সংস্কৃতি ও এই দেশের মনস্তত্ত্ব তুলে ধরতে। ভীণদেশী কাহিনী নিয়ে যারা এদেশে প্রতিষ্ঠিত তাদের জন্য আশরাফ শিশিরের চ্যালেঞ্জ ‘আমরা একটা সিনেমা বানাবো’। সেই চ্যালেঞ্জ বাংলার দিগন্ত পেরিয়ে ছড়িয়ে মাযাবে বিশ্ব ময়দানে। পতপত করে গৌরবে উড়াবে লাল-সবুজের পতাকা। এ আমাদের বিশ্বাস, আমামাদের ভরসা। কারণ এই দেশের মাটি ও মানুষের মধ্যেই রয়েছে স্বর্ণ, বিদেশী অপসংস্কৃতিতে আসক্ত নির্মাতা ও অভিনেতা-অভিনেত্রীরা তা খুঁজে পায়না। খুঁজে পায় আশরাফ শিশিরের মত রত্নরা।
৫।
আমার স্নাতকোত্তরের 'চলচ্চিত্র মূল্যায়ন' শীর্ষক কোর্সের একটি প্রকল্প ছিল গৌতম ঘোষের 'শঙ্খচিল' চলচ্চিত্রটির সমালোচনা। তো সেই কাজে আমি আশরাফ শিশির ভাইয়ের ছোট্র একটি সাক্ষাত্কার নিয়েছিলাম। সেখানে শিশির ভাইয়ের সীমান্ত হত্যাকে জাস্টিফাইড করা 'শঙ্খচিল' বিষয়ে যে যৌক্তিক ও কঠোর, অপ্রিয় সত্য বাংলাদেশপন্থী বক্তব্য ছিল তা শুনে আমি অভিভূত হয়েছিলাম। প্রসঙ্গত, শঙ্খচিল কথিত যৌথ প্রযোজনার একটি সিনেমা যাতে বাংলাদেশিদের হত্যা করাকে জাস্টিফাইড করতে বিএসএফ জোয়ান ও বাংলাদেশি এক মেয়ের ইউটোপীয়ান (অবাস্তব ও অসত্য) সুসম্পর্ক দেখানো হয়। কোথাও শত শত বাংলাদেশী হত্যার জন্য বিএসএফকে দায়ি করা হয়নি, ফেলানীর কথা কোথাও একফোঁটা বলা হয়নি। এসব ব্যাপারে আশরাফ শিশির ভাই আমাকে বলেছিলেন, রাকীব...আমরা যে চলচ্চিত্র বানাচ্ছি তাতে এসবের প্রতিবয়ান (কাউন্টার ডিসকোর্স) থাকবে। আমরা সর্বক্ষেত্রে বাংলাদেশকে অগ্রে স্থান দিয়ে কাজ করছি। আমরা আমাদের ইতিহাস, ঐতিহ্য ও সংগ্রামকে পৃথিবীর আর সব কিছুর চেয়ে অগ্রাধীকার বিবেচনায় নিয়েই সিনেমা তৈরি করছি।
(ভিডিও: বঙ্গবন্ধুর কবর, সৌধ, পৈতৃক নিবাস দেখনু)
আমি আশরাফ শিশির ভাইয়ের সাথে আত্মিক যোগাযোগ করি এবং তাঁর সাথে শ্লোগান দিই বাংলাদেশের ইতিবাচকতা তুলে ধরতে। দেশের পণ্য ব্যবহার করে ও দেশীয় সংস্কৃতি চর্চা করে আমরা সবাই নিজেদের জীবনে একেকটা বাস্তব জাতীয়তাবোধযুক্ত সিনেমা বানাবো লাল-সবুজকে বিজয়ী করতে, এই হোক আমাদের ঐক্যবদ্ধ অঙ্গীকার।
#আমরাএকটাসিনেমাবানাবো #AmraEktaCinemaBanabo
#আশরাফ #শিশির #AshrafShishir
#আমরা_একটা_সিনেমা_বানাবো