সর্বশেষ

বাঁচতে এসে লাশ হয়েছি


হৃদয়ের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত তোমার অবিরাম যাতায়াত,
সন্ধ্যাবাতি জ্বালো এসে অনায়েসে;কুলো হাতে ধান ঝাড়া বউ হও দুপুরের কড়া রোদে,
উঠোনের তারে ভেজা শাড়ি নেড়ে দাও ভেজা চুলে,
কিভাবে পারো,সেই তুমি উড়ে যেতে আমায় ছেড়ে?

সব কিছু আগের মতো অবিকল,কেবল রজনীগন্ধাটি মরে গেছে,
হাসনাহেনার মায়া ভুলিনি,
তুমি বৈশাখের ঝড়ে আসা শরতের স্নিগ্ধতা
আজ কেন এতো অচেনা,এতো কঠিন অমিল?
তোমার কান্নায়ও আমি নেই,চোখ ফেটে পড়ছে শিল ।

আহ!উন্মনা,তুমি পারোও বেশ
কখনো খোপা,কখনো ঘোমটা,কখনো ছেড়ে দাও এলোকেশ
বাঁচতে এসেছিলাম দীর্ঘদিন তোমার ছায়ায়
লাশ হয়ে ফিরে যাচ্ছি মরে গিয়ে বিষাক্ত মায়ায়!
(১ মে, ২০১৫)




পাঠ অনুভূতি

Post a Comment

0 Comments