সর্বশেষ

তো চিরকাল আমি তো শ্রমিকই


তো চিরকাল আমি তো শ্রমিকই, ভালবাসা শুধু উৎপাদন করে গেলাম
আর তুমি করলে ভোগ
তুমিই আমার রক্ত খেয়ে, রক্তখেলা খেলছো বসে
বলতে গেলেই ক্ষেপে উঠবে
ক্ষেপে কি লাভ?কি করেছো তুমিই বলো
কয়টা রাতে জেগে থেকে আমার জন্য কাব্য লিখছো?
কখন কবে একটা বিকাল পুরোপরি আমায় দিছো?
কবেই বা বলো প্রিয় ফুলের মালাটি গেঁথে
গলায় দিয়ে ভালবেসে দিয়েছো যেতে দূর পথে?
May 1, 2016 at 12:10am
পাঠ অনুভূতি

Post a Comment

0 Comments