সর্বশেষ

মৃত্যুর বীণ বাজিয়ে বিলাসী



মৃত্যুর বীণ বাজিয়ে বিলাসী ত্রিশ কিলোমিটার দূরে এন্ড্রয়েডের আলোয় ঝলসিত হয়
মৃত্যুঞ্জয় একা একা মরে যেতে থাকে
কোলহীন
আঁচলের ছায়াহীন
বিড়ালের নখের নকশা করা হাতের ছোঁয়াহীন
আহা, এখানে প্রতিনিয়ত বয়ে যায় কালবৈশাখী
বুকের ভেতর কোন আশ্রয়কেন্দ্র নাই, কোন শনি, অশনী বা বিপদ সংকেত নাই
এখানে কেবল আছে প্রবল আকুতি
একটু বাঁচার, কথা বলার, কথা শোনার
আর আধোখানি চাঁদটার পূর্ণ হয়ে যাওয়া দেখার
অথচ বিলাসী ত্রিশ কিলোমিটার দূরে বসে বাজায় নীরোর বাঁশি
এদিকে পুড়ে যায় তার নগর, প্রাসাদ
পড়ে থাকে পোড়াদেহে তারই প্রেমপ্রসাদ।
পাঠ অনুভূতি

Post a Comment

0 Comments