সর্বশেষ

চাঁদের তলায় দাঁড়িয়ে ছায়া হয়ে যাই জোছনায়

চাঁদের তলায় দাঁড়িয়ে ছায়া হয়ে যাই জোছনায় যার সাথে,
সে কোথায়? সে এখন কোথায় থাকে?
বুকের চিনচিন অনুভূতিরা স্বপ্নে এসে হাজিরা দেয় নিয়মিত
এই রক্তাক্ত হৃদয়ের অনাবাদী বাঁকে!
কার্যত এখানে এখন বিপর্যয়
শেষ হয়ে যাচ্ছে প্রতিরোধ বলয়, জীবনের ক্ষয় হয় হলে যার সাথে পরিণয়
সে এসেছে, সে বসেছে, সে হেঁটেছে
প্রতিদিন তার সাথে স্বর্গে যাওয়া ও আসা হয়
মর্ত্যের পথে, ঘাসে, কংক্রিটে; এই তো চলমান সময়!
পাঠ অনুভূতি

Post a Comment

0 Comments