সর্বশেষ

হৃদয়ে দীনতা নিয়ে কিভাবে হবে উন্নতি?


হৃদয়ে দীনতা নিয়ে কিভাবে হবে উন্নতি?
তুমি পরবাসী, এই যে জীবনঝড়ে কৃষ্ণচূড়ার ডাল ভেঙে পড়া রক্ত লালটুকু
আমি দুহাতে তুলে নিয়ে দাঁড়িয়েছি তোমার সামনে
অথচ তুমি কৃত্রিম রঙে ঠোঁট রাঙিয়ে বললে,
'দেখুন তো, রঙটা সুন্দর না?'

আমি নির্বাক চেয়ে আছি
সেলফোনের আলোয় কালবৈশাখীতে আমি পথ চলেছি অজানা গন্তব্যে
যেখানে জীবন একাই পূর্ণাঙ্গ
যেখানে নেই মনখেকো পতঙ্গ।

আমাকে না বোঝা তোমাদের সবগুলো অনুভূতিকে আমি ক্ষমা করবো এমন ভেবোনা
শোনো, কল্পবিলাসী
আমি ইন্দ্রের ঘাড় মটকে দিয়েছি, তুমি তো কোথাকার অপ্সরী
ভালবাসার দ্বিতীয় রূপ প্রতিভালবাসা
ঘৃণায় ঘৃণায় আগুন জ্বলবে এটাই এখন আশা
সে আগুনে স্নান করে আমি ঘুমিয়ে উল্লাস করবো
অসততা ও যত মিথ্যা সে উল্লাসে ভেঙে দেবো।
May 1, 2017 at 7:22pm
পাঠ অনুভূতি

Post a Comment

0 Comments