সর্বশেষ

আমারে মজদুর না খেয়ে রয়


আমারে মজদুর না খেয়ে রয়
আর তার লাঙল,জোয়াল,কাস্তে,কোদাল, হাতুড়ি চিত্‍কার করে
যান্ত্রিক জগতে যন্ত্রমানবদের জয়জয়কারে
মজদুর এক কোণে নিভৃতে কাঁদে ।

এইখানে কমরেড কোর্ট গায়ে
ডান ও মধ্যরা ক্যাপিট্যালের দাস
পৃথিবী লোভীদের খপ্পরে
তাই ধান,গম,ভুট্রা উত্‍পাদনের পরেও
মজদুর পড়ে থাকে দূর বহুদূর
সুযোগ ও সুবিধা থেকে।

এইসব ইটের বাড়ি,অফিস,আদালত,রেমিটেন্স,গার্মেন্টসের কারিগর ওরা
আমার মজদুর
এক হওয়ার উপায় রাখেনি রক্তচোষারা
যদিও শ্লোগান আসে মাঝেমাঝে
দুনিয়ার মজদুর...
ওরা এক হয়-অসভ্যদের ভোগবিলাশ নিশ্চিত করতে
মানুষের নাম হয় দিনমজুর,শ্রমিক,চাষা
আর পশুরা পরিচিত মালিকপক্ষ আরো কত কিছুতে
তাদের পরিচয় ও পরিচিতি নানামাত্রিক
যেমন তারা গরীবের রক্ত গ্লাসে ঢেলে ঢোক গিলে গিলে পার্টি করে বহুমাত্রিক ।
May 1, 2016 at 11:43am
পাঠ অনুভূতি

Post a Comment

0 Comments