মৃত্যু
কাকে কখন বরণ করে জানা যায়না
তাই
শূন্যে দাঁড়িয়ে থেকে আমরা দম্ভ করি
যেন
এ পৃথিবীতে চিরকাল থাকাই স্বাভাবিক
অথচ
মরণের বীণ বেজে গেলে অসহায় আমরা
এমন কি
সবচেয়ে প্রিয়জনকেই বলে যাওয়া যায়না
'আমি চলে যাচ্ছি'
অথবা
কেউ বলেনা,সাবধানে মরে যেও
তবু
আমাদের ভয় নেই একফোঁটা
যে
যে কোন সময় মরে যেয়ে চলে যেতে পারি
এই
সব কিছু পিছনে ফেলে
তখন
কি না কিসের জন্য কেঁদেছি বা হেসেছি বা মেরেছি
তা
কেউ বলতে আসবেনা
বরং
সকল ইগো,অহংকার,কর্ম মাটিতে মিশে যাবে
এবং
খাবে আমাদেরই চোখে না দেখতে পাওয়া অণুজীব
খুব
মজা অথবা বিতৃষ্ণা নিয়ে।
অতএব
প্রস্তুত হওয়াটাই উত্তম
কারণ
অপ্রত্যাশিত আঘাতে কষ্টের মাত্রা অধিক
তাই
প্রত্যাশা করে মৃত্যুর জন্য অপেক্ষা করলে
নিশ্চিত
মৃত্যুটা অতোটা ভয়াবহ হবেনা
সুতরাং
মৃত্যুর সাথে আলাপ করা যেতে পারে প্রত্যহ
'কেমন আছো মৃত্যু?আমাকে নিতে আসবেটা কবে?'
এভাবে
শুরু করা যেতে পারে
তাতে
বেঁচে থাকা যে সবচেয়ে বড় অস্বাভাবিক ঘটনা সেটি হৃদয়ে গেঁথে যাবে।

0 Comments