সর্বশেষ

অবৈধ ইসরাঈলকে চপেটাঘাত করলেন প্যারাগুয়ের প্রেসিডেন্ট মারিও আবদো



Source: DW 

দক্ষিণ আমেরিকার দেশগুলো চিরকাল নিপীড়িতের পাশে দাঁড়ায় বলেই পশ্চিমা জায়োনিস্ট গণমাধ্যমে তাদের দরিদ্র ইত্যাদি রূপে উপস্থাপন করা হয়। এই যে প্যারাগুয়ে যেটি করলো তা পৃথিবীর কয়টি দেশের সরকার প্রধানের করার হিম্মত রয়েছে? অবৈধ ইসরাঈল ফিলিস্তিনের আল কদুস বা জেরুজালেম দখল করে নিজেদের শয়তানী অপরাষ্ট্রের রাজধানী করতে চায়। ইহুদী কন্যার বাপ ট্রাম্প এসে তার স্বীকৃতি দেয়। তা দেখে প্যারাগুয়ের সেসময়ের প্রো জায়োনিস্ট হোরাসিও কার্টিসের সরকার আমেরিকার সাথে সাথে তেল আবিভ থেকে সরিয়ে জেরুজালেমে ইসরাঈলস্থ দূতাবাস স্থাপন করে।এ বছরের আগস্টে জনগণ বিপুল সমর্থন দিয়ে মারিও আবদো বেনিতেজকে ৫১তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করে। প্রেসিডেন্ট হয়েই তিনি মধ্যপ্রাচ্যকে স্থিতিশীল রাখতে দখলদার ইসরাঈলের জবরদস্তি করা জায়গা থেকে প্যারাগুয়ের দূতাবাস সরিয়ে নেয়ার নির্দেশ দিলেন। বেনজামিন নেতানিয়াহুর গালে সাম্প্রতিক সময়ে এমন কষে থাপ্পড় আর কেউ দিয়েছে বলে মনে হয়না। 
২।
এই সাহস, এই হিম্মত আছে কোন আরব দেশের? সৌদি আরবে যে জুব্বা পরা গর্দভগুলো রয়েছে এদের কাজ তিনবেলা ইহুদীদে পদলেহন করা। কাজের কাজটি ঐ আবদোরাই করে। আজ মনে পড়ে হুগো শ্যাভেজের কথা। এই লোকটা বুশ জাতিসংঘে ভাষণ দিয়ে যাওয়ার পরপর মাইক্রোফোনের কাছে মুখ নিয়ে বলেছিলেন, ‘আমি এখান থেকে বারুদের গন্ধ পাচ্ছি। কারণ শয়তানটা কিছুক্ষণ আগে এখানে ছিল।’ প্যারাগুয়ের নতুন প্রেসিডেন্ট ও সকল প্যারাগুয়েবাসীর প্রতি রইলো বিনম্র শ্রদ্ধা। জাতি হিসেবে বাংলাদেশীরাই সৃষ্টির পর থেকে এখনো অবৈধ ইসরাঈল রাষ্ট্রকে স্বীকৃতি দেয়নি। আমাদের সরকার প্রধান ভরা মজলিশে জাতিসংঘে ফিলিস্তিনকে সমর্থন করার ঘোষণা দিয়ে আসে। সে কারণে ফিলিস্তিনের পাশে দাঁড়ানো যে কোন জাতি বা রাষ্ট্রের প্রতি ভাল লাগা জন্ম নেয়। আর জুব্বা পরা সৌদি গবেটগুলো সেই ইসরাঈলের পা চাটে, চেটেই যাচ্ছে। ইসরাঈলী ইহুদী জানোয়ারদের সাথে তলে তলে সম্পর্ক স্থাপন করে, ইয়েমেনীদের হত্যা করে, কাতারের উপর অবরোধ দেয়, বাংলাদেশ থেকে নারীদের নিয়ে নিপীড়িত করে ইত্যাদি আরো যত রকমের শয়তানি আছে তার সব করে আরবের ভণ্ডগুলো। এই সৌদি আরবের ছাগল চরানো মূর্খ জাতির মুখে প্যারাগুয়ের প্রেসিডেন্টের সাম্প্রতিক সিদ্ধান্ত একটি কড়া চপেটাঘাত।
৩।
মারিও আবদোর রক্তে লেবানিজ ধারা রয়েছে। রক্ত কথা বলে তার আরো একটি প্রমাণ এই ঘটনা। লেবাননে আগ্রাসন চালিয়ে কম মানুষ হত্যা করেছে ইহুদী পিচাশরা? হলোকাস্টর ব্যবসা করে মানুষ মেরে একটি সন্ত্রাসী রাষ্ট্র কায়েম করেছে ইহুদী সন্ত্রাসীরা। যে বা যারা এই সন্ত্রাসবাদী রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখবে ও ফিলিস্তিনীদের জমি দখল ও তাদের রক্তপাত ঘটানোর পরেও এ সম্পর্ক অটুট রাখবে তারাই আসলে মানুষ ও মানবতার শত্রু, নিঃসন্দেহে। খুব সহজ এই হিসেব। কে ইসরাঈলের সাথে আছে আর কে নেই এই মানদণ্ড ব্যবহার করে আপনি সহজেই অনেক কিছু যাচাই করতে পারেন; এখন বা ভবিষ্যতে।
পাঠ অনুভূতি

Post a Comment

0 Comments