সর্বশেষ

অবস্থা তো খারাপ থেকে খারাপতর হচ্ছে । এমন চলতে থাকলে দেশতো অনিবার্যভাবে রসাতলে যাবে ।
একদিকে ভিশন ২০২১ বাস্তবায়নে ক্ষমতাসীনদের বদ্ধ পরিকর থাকা এবং একই সময় বিরোধীদলের মসনদে বসার তীব্র আকাঙ্খা এই দুইয়ের দ্ধন্দ্ব দিনে দিনে চরম পর্যায়ের দিকে যাচ্ছে । মনে হচ্ছে এক ঘন আঁধারের ক্রান্তিকালের দিকে এগিয়ে যাচ্ছে দেশ ।
সর্বশেষ বেগম খালেদা জিয়া সেনাবাহিনীর পরোক্ষ সমর্থন চেয়েছেন । এখন আরো উত্তপ্ত সময়টা । অপেক্ষা করছি সরকারী দলও কোন এক বা একাধিক বিবৃতিতে সেনাবাহিনীর সমর্থন প্রত্যাশা করবে । দুইটি দলই বুঝে ফেলছে সামনে তাদের মধ্যে সংঘাত অনিবার্য এবং সেনাবাহিনীই মধ্যবর্তী একটি ফ্যাক্ট ।
কিন্তু সাধারণ একজন নাগরিক হিসেবে আমার মনে হয় অন্তত পক্ষে আমাদের স্বাধীনতা,সার্বভৌমত্ব ও গৌরবের প্রতীক এই প্রতিষ্ঠানটিকে রাজনীতিকরণ করা বন্ধ করা হোক । তাতে দেশ,জাতী উভয়ই উপকৃত হবে ।
পাঠ অনুভূতি

Post a Comment

0 Comments