সর্বশেষ

হেলাল হাফিজ ও আমি

'নষ্ট লগ্ন গেলে তুমিই তো দীর্ঘশ্বাস ছেড়ে
সুকঠিন কংক্রিটে জীবনের বাকি পথ হেঁটে যেতে যেতে
বারবার থেমে যাবে জানি
' আমি ' ভেবে একে-তাকে দেখে ।
তুমিই তো অসময়ে অন্ধকারে
অন্তরের আরতির ঘৃতের আগুনে পুড়বে নির্জনে ।
আমাকে পাবে না খুঁজে, কেঁদে-কেটে, মামুলি ফালগুনে ।'
[আমার কী এসে যাবে,যে জলে আগুন জ্বলে ]
পাঠ অনুভূতি

Post a Comment

0 Comments