সর্বশেষ

বৃত্তি পেয়েছি ও যারা পেয়েছো

২০১১ সালের ডিসেম্বর থেকে পরবর্তী সাত মাস পর্যন্ত শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে সদাচরণ, শিক্ষামূলক অগ্রগতি, ক্লাসে ৭৫ উপস্থিতির ওপর ভিত্তি করে সম্পূরক বৃত্তিপ্রাপ্তদের তালিকা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন ।

জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের ২২ জন শিক্ষার্থী এ তালিকায় রয়েছে ।
এর মধ্যে ছাত্র ১৭ জন এবং ছাত্রী ৫ জন ।

বৃত্তিপ্রাপ্ত ১৭ জন শিক্ষার্থীদের নাম নিচে দেওয়া হলো :
১ইমরান হোসেন
২রেজোয়ান ইসলাম
৩ রমিজ তারেক
৪হাসানুজ্জামান
৫ নাসিরুল
৬রাছেল
৭ তানজিন
৮মউদুদ
৯শাখাওয়াত
১০হীনো
১১তোহিদ
১২তানজিদ
১৩ মামুন
১৪হুমায়ুন কবির
১৫.আলমগীর
১৬.আইমান উল্লাহ
১৭.রাকীব

বৃত্তিপ্রাপ্ত ৫ জন ছাত্রী হচ্ছে :
১.শাহনাজ দ্যুতি
২.শারমিন সুলতানা
৩.মিতু রাণী
৪.রহিমা পারভিন
৫.নুসরাত

সবাইকে অভিনন্দন জানাই ।

প্রসঙ্গত, প্রতি মাসে ১২৫ টাকা করে ৭ মাসে মোট ৮৭৫ টাকা পাবে প্রতি জন । প্রাপ্ত বৃত্তির টাকা উত্তোলনের জন্য বিভাগীয় সভাপতির স্বাক্ষরসহ প্রত্যায় প্রয়োজন । আগামী ৬ মাসের মধ্যে সম্পূরক বৃত্তির টাকা উত্তোলনে ব্যর্থ হলে বৃত্তি বাতিল করা হবে ।
বি:দ্র :উপরে প্রত্যেকের নামের বামপাশে যে ক্রমিক নং আছে তা একান্ত আমার দেওয়া ।
তথ্যসূত্র : ৩০ মার্চ আমার প্রতিবেশিনী প্রত্যাশার আব্বু ও আমাদের শ্রদ্ধেয় চাচা এবং বিশ্ববিদ্যালয় নিবন্ধক আবু বকর সিদ্দিকী স্বাক্ষরিত জনসংযোগ অফিস থেকে প্রকাশিত একটি বিজ্ঞপ্তি ।
পাঠ অনুভূতি

Post a Comment

1 Comments

  1. কয়েকটি বানান ভুল রয়েছে......

    ReplyDelete