সর্বশেষ

আমার বাবা

বাবা কতদিন কতদিন দেখিনা তোমায়,
কেউ বলেনা তোমার মত কোথায় খোকা ?ওরে বুকে আয় !

খুব অনুভব করছি এই ব্যক্তিকে । তাঁর জীবনটা অতিরিক্ত সততা আর পবিত্রতায় এখনো পরিপূর্ণ । খুব তাঁকে দেখতে ইচ্ছে করছে, প্রযুক্তি এখনো বাবাকে কাছে থেকে দেখার বিকল্প তৈরি করতে পারেনি । স্কাইপিও একটি রঙ্গিন পর্দা ছাড়া কিছুইনা ।

কেমন আছে, আব্বা ?
এখনো কী তুখোড় বিতর্ক করে সমসাময়িক কোন রাজনৈতিক বিষয় নিয়ে ? এখনো কী গরুর গোশতের প্রতি তাঁর অতিরিক্ত ভালো লাগা আছে ?
এখনো কী আমার ছোট্র সেই ভাইটিকে নিয়ে খুব চিন্তা করেন ?

আপনাকে ভালবাসি,শ্রদ্ধা করি সবচেযে বেশি ।
আপনার সন্তান হয়ে গর্বিত, তীব্র গর্বিত ।
চিরদিন আপনার সন্তান হিসেবেই বাঁচতে চাই ।
পাঠ অনুভূতি

Post a Comment

0 Comments