সর্বশেষ

আয়,গলাগলি করি

তোরও যে স্বার্থ আমারো তাই,তোর মত আমিও
চালবাজ ; উদ্দেশ্যবিহীন এক পাও ফেলিনা
আয় তাই গলাগলি করি ।

এ পরিবেশে মিছরি পাগলীরা বুভুক্ষু ; গোগ্রাসী
পাগলেরা আত্মচিন্তা আর টাইটেল প্রত্যাশায় বিভোর
এখনই সময় ; সব গীবতকারীর এক হওয়ার
আয় তাই গলাগলি করি ।

চাইনা, চাইনি কখনো ; ছেড়েছি, ছেড়ে যাচ্ছি
এই ত্যাগ অখ্যাত ; স্বীকৃতি পায়না - তলে তলে কুমির এনেছে সুযোগভুগি
সেগুলো আবার করছে গলাগলি ।।।

পাখা গজাচ্ছে পীপিলীকাদের, দপ করে নিভে যায় মোমবাতি ।
আয় তাই করি গলাগলি ।

ফষ্টি করেছি, নষ্টিও করবো
মৌখিক গণমাধ্যমে কিচ্ছু এসে যায়না,
ভিডিও ক্লিপস দুষ্প্রাপ্য ; কথা রেকর্ডিং হত্যাযজ্ঞের প্রমাণ নয়
সময় নেই , চলো না কেটে পড়ি
করে মোরা গলাগলি ।।

উত্‍স্বর্গ : আরবলীগ ও ওআইসি
পাঠ অনুভূতি

Post a Comment

0 Comments