ক্রিং ক্রিংক করে পাশে থাকা সেলফোনটি বেজে ওঠে
সেই পরিচিত কন্ঠের অপরিচিত কথা,
বারবার সস্তা ভণিতা..
নিজেই সে জানেনা আসলে সে কী
চায়, কোথায় যাচ্ছে, অথবা কুকর্ম না সুকর্ম
এই অলস দুপুরে সে নিয়মিত সন্ত্রস্ত।।
কিচির মিচির শয়তানী, খুনখারাবী নষ্টামী
অপরাধীর বড় গলা, অভিনেত্রীর সাধু সাজা
ও ক্রিং ক্রিং সেলফোনটি বেজে ওঠা সব যেন একটি ভ্যাপসা দুপুর ।।
যেখানে স্মৃতি রোমন্থন আর কাল্পনিক অশ্লীলতা ঘিরে থাকে অকপটে,
বিশ্বাসহীন তীব্র সেই রমণী আজ অরমণীয়
একটি বেওয়ারিশ কুকুরের মত পথে ঘাটে ধর্ষিত
এই হলদে রাঙা দুপুরে ।
স্বেচ্ছায় ক্ষতবিক্ষত স্বতীত্ব কোন আবেগেই সংস্কার হয়না,
যদিনা তাঁর ইচ্ছে হয় পরিশুদ্ধ থাকতে, বাঁধাহীন নির্মল
ও একফোঁটা সঙ সাজা থামিয়ে ধুসর হয়ে যেতে
কোন এক রক্তিম দুপুরে ।।।
সাতকাহন আজ নোংরা আবর্তে পাক খায়
ঘরে ঘরে পাপীষ্ঠার মায়ার জাল বিস্তৃত
এদিকে হৃতপিন্ড বিষম জোরে কাঁপছে ; ফুসফুস ফুলে ফেঁপে উঠছে
বাস্তবতা নির্মম, চোখে আঙুল ঢুকিয়ে দেখিয়েছে
দুপুর বেলার সেই 'সে 'র অপমৃত্যু ঘটেছে !!!
'সে' বুঝবে,যখন সময়ের থেকে সুদূরে চলে যাবে
অন্ধ প্রেমাসক্ত,নিঃস্বার্থ একজন 'এ' !!
ব্লেড হাতে শিরাগুলো কাঁটবে আর বুক চাপড়ে কাঁদবে,
সেই চোখের স্রোতধারায় সে বিশুদ্ধ হবে ; সময় ফিরিয়ে আমাকে দেবে কী না জানিনা ।।
ধূধূ প্রান্তরে একা হেঁটে যেতে যেতে সেলফোনটি বেজে ওঠে,
' তুমি কোথায় ? আমি এসেছি, নিবেনা আমায় ?'
কী ব্যথায় চোখ দিয়ে মুষলধারে অশ্রু ঝরে ।।।
0 Comments