সর্বশেষ

সত্য ধাবমান

বিপুল স্পৃহা, উত্‍কন্ঠিত জনতা, সহস্র অভিলাষ
জেগেছে, আজ সেই সত্যকে বাঁচাতে ।
এ এক নব জাগরণ, ভন্ডের কাঁপে সেই মুখোশ
অন্ধ অজ্ঞনতা আর মূর্খ উপলব্ধি
আর কতদিন ? এখনই সময় তাড়ানোর
সেইসব বড়গলার দুশ্চরিত্র শুয়োরের !!

ধ্বনিতে ধ্বনিতে কাঁপছে বিদিক
মাধ্যমগুলোর নির্লজ্জ অনিরপেক্ষতা
ও গণবিচ্ছিন্ন স্বঘোষিত বুদ্ধিজীবীর মিথ্যাচার আজ ধুলিস্মাত্‍ হয়ে যাবে ।

দেখে নিও,দেখবেতো সত্যের বিজয় ?
অহমিকার অহর্নিশ প্রকাশ্য পরাজয় ।।
পাঠ অনুভূতি

Post a Comment

0 Comments