বাংলাদেশের বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত ও সমালোচিত গোষ্ঠীর নাম ব্লগার । এই প্রজাতিটি হঠাত্ করে মাথাচাড়া দিয়ে আলোচনার টেবিলে জায়গা করে নিয়েছে । এরসঙ্গে সাময়িক সময়ের জন্য দেশের রাজনীতিজীবীরা টেবিল থেকে ছিঁটকে পড়েছেন ।
ব্লগার কারা ? কী করে এরা ? ব্লগার কী সাধারণ কোন মনুষ্য শরীরের ?
এইসব নানা প্রশ্ন ঘুরপাক খায় একটু পুরানো আমলের চাচা অথবা মধ্যবয়সী ভাইবেরাদের মাথায় । তাদের সুবিধার্তে ব্লগারদের পরিচয় তুলে ধরা হল ।
ব্লগার হচ্ছে এমন এক ব্যক্তি যে ইন্টারনেটের মাধ্যমে নিজের নামে একটি পরিচয় খুলে লেখালেখি করেন । এই পরিচয়ে ব্লগার সত্যিকার নাম ব্যবহার করতে পারেন আবার মিথ্যা ও বানানো অথবা কাল্পনিক কোন ছদ্মনামও ব্যবহার করতে পারেন ।
ব্লগাররা সাধারণত সমসাময়িক বিষয় নিয়েই লিখে থাকে । তবে অনেক ব্লগারই ইতিহাস, ঐতিহ্য অথবা প্রত্নতাত্বিক বহু প্রাচীন বিষয়েও লিখতে পারে । তবে যে বিষয়েই লেখা হোক বিষয়গুলো অবশ্যই সময়ের সঙ্গে কিছুটা অথবা সম্পূর্ণ বিতর্কিত অথবা গবেষণাযোগ্য হয়ে থাকে । তবে বর্তমান সময়ে অনেক অপ্রাসঙ্গিক ও তুচ্ছ বিষয়েও কোন কোন ব্লগারকে লিখতে দেখা যায় । সাম্প্রতিক সময়ে বিভিন্ন ধর্ম ও ধর্মীয় সম্মানিত ব্যক্তিবর্গকে আক্রমণ করে অকথ্য ও অশ্রাব্য ভাষায় ব্লগ লিখার কারণে ব্লগাররা নিন্দিত হচ্ছে দিকে দিকে ।
ব্লগার যা লিখে থাকে একেই ' ব্লগ ' অথবা ' পোস্ট ' বলে । যেখানে অর্থাত্ যে ওয়েবসাইটে ব্লগাররা লিখে থাকে তাকেও ব্লগ বলা হয়ে থাকে ।
বাংলাদেশের প্রেক্ষিতে কয়েকটি নামকরা ব্লগ হচ্ছে সামহোয়্যার ইন ব্লগ, সোনার বাংলা ব্লগ, সদালপ ব্লগ, আমার ব্লগ ইত্যাদি ।
এবারে শাহবাগের আন্দোলন ও এর সঙ্গে ব্লগ ও ব্লগারদের সম্পর্ক নিয়ে আলোচনা করবো ।
বাংলাদেশের ব্লগার যে সব বিষয়ে অধিক ব্লগিং করেন তার মধ্যে ধর্ম, ধর্মীয় ব্যক্তিত্ব, স্বাধীনতা, রাজনীতি ও আন্তর্জাতিক অঙ্গনই প্রধান । ব্লগে অপরের ধর্মের প্রতি কটাক্ষ করে লেখার প্রবণতা যেমন অত্যাধিক তেমনি ধর্মবিশ্বাসহীনদের যুক্তিকে অশ্রদ্ধা করার প্রবণতাও লক্ষণীয় । তবে সব কিছু ছাড়িয়ে বিভিন্ন ধর্ম,বিশ্বাস ও আস্তিকদের বিরুদ্ধেই ব্লগারদের বিষোদগার অধিক । তবে এটাও সত্য পৃথক পৃথক ব্লগভিত্তিক আস্তিক ও নাস্তিক ব্লগারদের সমাবেশ ঘটে ।
এবারে শাহবাগের গণজাগরণ মঞ্চের সঙ্গে ব্লগারদের সম্পর্কের কথা বলছি । ব্লগে যখনই ধর্ম বিশেষ করে ইসলামের সমালোচনা করা হয় তখন ইসলামী ও সমমনা ব্লগাররা এর প্রতিবাদ করে । এই প্রতিবাদী ব্লগারদের মাঝে জামায়াত, শিবির, আওয়ামী আদর্শের অথবা যেকোন সাধারণ মুসলিমরা থাকতে পারে । কিন্তু ইসলামের সমালোচক ব্লগাররা ঢালাওভাবে এদের ছাগু নামে ডাকে । এবং স্বাধীনতা বিরোধী শক্তি হিসেবে এদের অপবাদ দেওয়া হয় ।
একইভাবে এইসব প্রতিবাদী ব্লগাররাও নাস্তিক ব্লগারদের ভারতের দালাল, চরিত্রহীন প্রভৃতি বলে ।
অনেক সময় ব্লগে জামায়াতের নেতাদের ফাঁসি দেওয়া ও জামায়াত ইসলামের রাজনৈতিক অধিকার কেড়ে নেওয়া না নেওয়া নিয়ে তর্ক বিতর্ক চলে ।
যখন কাদের মোল্লাকে ফাঁসি দেওয়া হলোনা তখন নাস্তিক ব্লগাররা ব্লগে তর্কে পরাজয় মানতে চাইলোনা । এখানে অনেকটা রাজনীতি সচেতনতা ও স্বাধীনতার চেতনাও মূখ্য ভূমিকা পালন করেছে । এইসব ব্লগাররা সঙ্ঘবদ্ধ হয়ে শাহবাগে যৌক্তিক প্রতিবাদ করে । যেহেতু এটি একটি স্পর্শকাতর ব্যাপার সেহেতু জনগণও স্বতঃস্ফূর্তভাবে অংশ নিলো ।
এরপর আমার দেশ পত্রিকার মাধ্যমে শাহবাগ আন্দোলনকে চ্যালেঞ্জ করে জামায়াত- বিএনপি ।
এ কথা অনস্বীকার্য প্রথম কয়েক সপ্তাহে শাহবাগ থেকে ' ধর্মভিত্তিক রাজনীতি , আইন করে নিষিদ্ধ করো ' এই শ্লোগান দেয় । পরে সাধারণ জনতার ভয়ে তা শুধু 'জামায়াতে' গিয়ে দাঁড়ায় । এটা শাহবাগের ব্লগারদের একটি উল্লেখযোগ্য ব্যর্থতা বলে আমি মনে করি ।
এতসব স্বত্বেও সরকার একটি ভারসাম্য তৈরি করতে পারেনি । বরং ভারসাম্য করতে গিয়ে একটি জগাখিচুড়ি পাকিয়ে ফেলে ।আবার ইমরানকে ভা্রত হিরো বানাতে চায় বলে তাকে দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধেও দাঁড় করানো হতে পারে বলে অনেকে বলেছেন।
এখন সামনে দেখার বিষয় সরকার ও ব্লগার এবং পুলিশ ও শিবির এই পক্ষ চতুষ্টয়ের সম্পর্ক কী দাঁড়ায় । নিঃসন্দেহে এই কথা বলা যায় যে এই সব কিছুর সুবিধা ভোগ করবে একটি বিরোধী রাজনৈতিক দল ।
সেটি বিএনপি-এ আমি নিশ্চিত করে বলতে পারি ।
( অসমাপ্ত )
ব্লগার কারা ? কী করে এরা ? ব্লগার কী সাধারণ কোন মনুষ্য শরীরের ?
এইসব নানা প্রশ্ন ঘুরপাক খায় একটু পুরানো আমলের চাচা অথবা মধ্যবয়সী ভাইবেরাদের মাথায় । তাদের সুবিধার্তে ব্লগারদের পরিচয় তুলে ধরা হল ।
ব্লগার হচ্ছে এমন এক ব্যক্তি যে ইন্টারনেটের মাধ্যমে নিজের নামে একটি পরিচয় খুলে লেখালেখি করেন । এই পরিচয়ে ব্লগার সত্যিকার নাম ব্যবহার করতে পারেন আবার মিথ্যা ও বানানো অথবা কাল্পনিক কোন ছদ্মনামও ব্যবহার করতে পারেন ।
ব্লগাররা সাধারণত সমসাময়িক বিষয় নিয়েই লিখে থাকে । তবে অনেক ব্লগারই ইতিহাস, ঐতিহ্য অথবা প্রত্নতাত্বিক বহু প্রাচীন বিষয়েও লিখতে পারে । তবে যে বিষয়েই লেখা হোক বিষয়গুলো অবশ্যই সময়ের সঙ্গে কিছুটা অথবা সম্পূর্ণ বিতর্কিত অথবা গবেষণাযোগ্য হয়ে থাকে । তবে বর্তমান সময়ে অনেক অপ্রাসঙ্গিক ও তুচ্ছ বিষয়েও কোন কোন ব্লগারকে লিখতে দেখা যায় । সাম্প্রতিক সময়ে বিভিন্ন ধর্ম ও ধর্মীয় সম্মানিত ব্যক্তিবর্গকে আক্রমণ করে অকথ্য ও অশ্রাব্য ভাষায় ব্লগ লিখার কারণে ব্লগাররা নিন্দিত হচ্ছে দিকে দিকে ।
ব্লগার যা লিখে থাকে একেই ' ব্লগ ' অথবা ' পোস্ট ' বলে । যেখানে অর্থাত্ যে ওয়েবসাইটে ব্লগাররা লিখে থাকে তাকেও ব্লগ বলা হয়ে থাকে ।
বাংলাদেশের প্রেক্ষিতে কয়েকটি নামকরা ব্লগ হচ্ছে সামহোয়্যার ইন ব্লগ, সোনার বাংলা ব্লগ, সদালপ ব্লগ, আমার ব্লগ ইত্যাদি ।
এবারে শাহবাগের আন্দোলন ও এর সঙ্গে ব্লগ ও ব্লগারদের সম্পর্ক নিয়ে আলোচনা করবো ।
বাংলাদেশের ব্লগার যে সব বিষয়ে অধিক ব্লগিং করেন তার মধ্যে ধর্ম, ধর্মীয় ব্যক্তিত্ব, স্বাধীনতা, রাজনীতি ও আন্তর্জাতিক অঙ্গনই প্রধান । ব্লগে অপরের ধর্মের প্রতি কটাক্ষ করে লেখার প্রবণতা যেমন অত্যাধিক তেমনি ধর্মবিশ্বাসহীনদের যুক্তিকে অশ্রদ্ধা করার প্রবণতাও লক্ষণীয় । তবে সব কিছু ছাড়িয়ে বিভিন্ন ধর্ম,বিশ্বাস ও আস্তিকদের বিরুদ্ধেই ব্লগারদের বিষোদগার অধিক । তবে এটাও সত্য পৃথক পৃথক ব্লগভিত্তিক আস্তিক ও নাস্তিক ব্লগারদের সমাবেশ ঘটে ।
এবারে শাহবাগের গণজাগরণ মঞ্চের সঙ্গে ব্লগারদের সম্পর্কের কথা বলছি । ব্লগে যখনই ধর্ম বিশেষ করে ইসলামের সমালোচনা করা হয় তখন ইসলামী ও সমমনা ব্লগাররা এর প্রতিবাদ করে । এই প্রতিবাদী ব্লগারদের মাঝে জামায়াত, শিবির, আওয়ামী আদর্শের অথবা যেকোন সাধারণ মুসলিমরা থাকতে পারে । কিন্তু ইসলামের সমালোচক ব্লগাররা ঢালাওভাবে এদের ছাগু নামে ডাকে । এবং স্বাধীনতা বিরোধী শক্তি হিসেবে এদের অপবাদ দেওয়া হয় ।
একইভাবে এইসব প্রতিবাদী ব্লগাররাও নাস্তিক ব্লগারদের ভারতের দালাল, চরিত্রহীন প্রভৃতি বলে ।
অনেক সময় ব্লগে জামায়াতের নেতাদের ফাঁসি দেওয়া ও জামায়াত ইসলামের রাজনৈতিক অধিকার কেড়ে নেওয়া না নেওয়া নিয়ে তর্ক বিতর্ক চলে ।
যখন কাদের মোল্লাকে ফাঁসি দেওয়া হলোনা তখন নাস্তিক ব্লগাররা ব্লগে তর্কে পরাজয় মানতে চাইলোনা । এখানে অনেকটা রাজনীতি সচেতনতা ও স্বাধীনতার চেতনাও মূখ্য ভূমিকা পালন করেছে । এইসব ব্লগাররা সঙ্ঘবদ্ধ হয়ে শাহবাগে যৌক্তিক প্রতিবাদ করে । যেহেতু এটি একটি স্পর্শকাতর ব্যাপার সেহেতু জনগণও স্বতঃস্ফূর্তভাবে অংশ নিলো ।
এরপর আমার দেশ পত্রিকার মাধ্যমে শাহবাগ আন্দোলনকে চ্যালেঞ্জ করে জামায়াত- বিএনপি ।
এ কথা অনস্বীকার্য প্রথম কয়েক সপ্তাহে শাহবাগ থেকে ' ধর্মভিত্তিক রাজনীতি , আইন করে নিষিদ্ধ করো ' এই শ্লোগান দেয় । পরে সাধারণ জনতার ভয়ে তা শুধু 'জামায়াতে' গিয়ে দাঁড়ায় । এটা শাহবাগের ব্লগারদের একটি উল্লেখযোগ্য ব্যর্থতা বলে আমি মনে করি ।
এতসব স্বত্বেও সরকার একটি ভারসাম্য তৈরি করতে পারেনি । বরং ভারসাম্য করতে গিয়ে একটি জগাখিচুড়ি পাকিয়ে ফেলে ।আবার ইমরানকে ভা্রত হিরো বানাতে চায় বলে তাকে দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধেও দাঁড় করানো হতে পারে বলে অনেকে বলেছেন।
এখন সামনে দেখার বিষয় সরকার ও ব্লগার এবং পুলিশ ও শিবির এই পক্ষ চতুষ্টয়ের সম্পর্ক কী দাঁড়ায় । নিঃসন্দেহে এই কথা বলা যায় যে এই সব কিছুর সুবিধা ভোগ করবে একটি বিরোধী রাজনৈতিক দল ।
সেটি বিএনপি-এ আমি নিশ্চিত করে বলতে পারি ।
( অসমাপ্ত )
0 Comments