পশ্চিমা মিডিয়া সব সত্য কথা বলে?নিরপেক্ষ?
একদম না।ওরা উদ্দেশ্যবিহীন কোন সংবাদই করেনা।যখন সব পশ্চিমা মিডিয়া একই সংবাদ প্রচার করে তখন নিশ্চিত থাকুন ওরা কোন গোপন এজেন্ডা নির্ধারণ করে আপনার মাথায় প্রবেশ করাবে এবং ঐ বিষয়ে আপনার মনোজগতে উপনিবেশ তৈরি করবে।এই কাজ ওরা আফগানিস্তান ও ইরাকে এবং তারও আগে ভিয়েতনামে আগ্রাসনের আগে করেছিল।পানামা পেপার্স (Panama Papers)নিয়েও নিশ্চয়ই কোন গেইম খেলছে।ইতোমধ্যেই মূল ডাটা থেকে পশ্চিমা পুঁজিবাদী ১% এর নাম গায়েব করে দেয়ার অভিযোগ উঠেছে।হতেই পারে।Fox,CNN,Nytimes,Guardian ইত্যাদির মালিকানা কর্পোরেটদের হাতে।ওরা সেই কর্পোরেট যাদের বিরুদ্ধে পশ্চিমে অকুপাই ওয়াল স্ট্রিট আন্দোলন হয়েছিল।ওরা ধোয়া তুলসী না।ভুলে গেছেন?
২।
ষড়যন্ত্র ও গুম-খুনে বিশ্বাসী প্রতিষ্ঠান CIA এর কর্মকর্তা Ray McGovern বলেছেন,প্রতিটি পশ্চিমা কর্পোরেট মিডিয়ার পিছনে একেকটি কর্পোরেশন রয়েছে যারা বিশ্বব্যাপী যুদ্ধ ও উত্তেজনা ছড়িয়ে লাভবান হয় ।(RT Online,৭ এপ্রিল,২০১৬)।এই কর্পোরেট মিডিয়া নিজেদের Agenda কে Global Agenda হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়।Panama Papers পর্যবেক্ষণ করলে তাই দেখা যায়।আপনি যেন ভুলে না যান যে,পশ্চিমা প্রভাবশালী কর্পোরেট মিডিয়ার ৯৬% এর মালিকানা ইহুদীবাদী ও অবৈধ ইসরাঈলপন্থীদের হাতে।
৩।
আইসল্যান্ডের প্রেসিডেন্ট ইসরাঈল বিরোধী।কিছুদিন আগে ইসরাঈলের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কও প্রায় শেষ করে দিয়েছিল নিপীড়িত ফিলিস্তিনীদের সহায়তার কারণে।সেটা কি কারণ ডেভিডকে ফাঁসানো?সে এতে সম্পৃক্ততা অস্বীকার করেছে তা কেন প্রচার করছেনা পশ্চিম?Putinphobia থেকেই পুতিনকে জড়িয়েছে গার্ডিয়ান।প্লান এসেছে CIA ও M15 থেকে।মার্কিন যুক্তরাষ্ট্রের কথিত New World Order কে চ্যালেঞ্জ করেছে আহমেদিনেজাদ,শ্যাভেজ,কিম জং উন,হু জিন তাও এবং পুতিন।এর ধারাবাহিকতায় আসাদকেও ফাঁসিয়েছে।সব দোষ দেখছি এন্টি আমেরিকা ও এন্টি ইসরাঈল ব্লকের।অথচ অস্ত্র ব্যবসায়ের সাথে জড়িত জায়োনিস্টদের কেউ নেই।নাকি Mossack Fonseca ই পশ্চিমাদের তথ্য বেশি গোপন করেছে?ICIJ এর প্রতিষ্ঠাতা কিন্তু জায়োনিস্ট ABC চ্যানেলে কর্মরত ছিল।এটা ভুলে যাওয়া যাবেনা।
৪।
সত্যি বলতে ফাঁসকৃত তথ্যগুলো যে সরবরাহ করেছে সে ভুল হাতে দিয়েছে।উচিত ছিল Wikileaks এর হাতে দেয়া।অথবা যুগপত্ মার্কিন ও রাশিয়ার মিডিয়ার কাছে দেয়া।তাতে পরস্পরের এজেন্ডায় একে অন্যের তথ্য ফাঁস করতো।তথ্য পশ্চিমা চলে যাওয়ায় ফিল্টারিংয়ের সম্ভাবনা জেগেছে।তথ্যের একমুখীতা কখনোই ভারসাম্য তৈরি করতে পারেনা।কারণ এই পশ্চিমা মিডিয়ার ভয়াবহ মিথ্যাচারই কিন্তু মিথ্যা অজুহাতে ইরাক ধ্বংস করেছে।কোথায় এখন সেই WMD-Weapons of Mass Destruction?কার্যত আজকের আইএস ও মধ্যপ্রাচ্যের আগুন তখনই জ্বেলেছিল ওরা।So be aware of western propaganda machines...
৫।
কেন তবে মার্কিন যুক্তরাষ্ট্রের পুঁজিবাদীরা তালিকায় নেই?এর কারণ হতে পারে সুইস ব্যাংক।কারণ সুইস ব্যাংক পৃথিবীর সব চোর বাটপারের চেয়ে শ্বেতাঙ্গদের গুরুত্ত্ব দেয়।এটি থাকতে মোসাক ফনসেকাকে কাজে লাগানো দরকার নাও হতে পারে।আবার মার্কিন পুঁজিবাদীদের যে ব্যবসা ও ডাকাতি তা মূলত কথিত তৃতীয় বিশ্বনির্ভর।এসব রাষ্ট্র চাইলে যেকোন সময় এদের আটকাতে পারে।কিন্তু TICFA চুক্তির আওতায় খালাস পায় আমেরিকানরা।একারণেই হয়তো তালিকায় ওরা নেই।অথবা সত্যিই টাকা দিয়ে গায়েব করেছে ডাটা।
৬।
Propaganda মানে একই অস্বচ্ছ তথ্য বারবার প্রচার বা সম্প্রচারের মাধ্যমে গণমানস নিয়ন্ত্রণ প্রবণতা।প্রোপাগান্ডার পূর্ব ধাপের নাম Agenda Setting and Building ।মিডিয়ার শক্তি ভয়াবহ।একজন জননেতা কয়জনের সামনে কথা বলেন?বেশি হলে ৫০ লাখ?১ কোটি?অথচ একটি মিডিয়া একযোগে কয়েকশ কোটি মানুষের সামনে কথা বলে।মিডিয়া গরীব রিকশাওয়ালা থেকে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের মাথা খেয়ে দিতে পারে।Media Imperialism সাধারণ সামরিক সাম্রাজ্যবাদের চেয়ে ভয়ানক।সমরাস্ত্র দিয়ে মনের নিয়ন্ত্রণ নেয়া অসম্ভব।কিন্তু মিডিয়া দিয়ে দেহ ও মন সবকিছুকে নিয়ন্ত্রণে নেয়া মামুলি ব্যাপার।আপনি সতর্ক না হলে যেকোন সময় বিভ্রান্ত হতে পারেন।আজকে মার্কিন যুক্তরাষ্ট্র এ পশ্চিম যে মুসলমানদের টেররিস্ট হিসেবে দেখাচ্ছে এটার শুরুও হয়েছে মিডিয়ার হাত ধরে।So be aware of these western propaganda machines...
৭।
শুধু যে ওয়েস্টার্ণ মিডিয়া থেকে সাবধান থাকবেন তা নয়।অন্যান্য মিডিয়া থেকেও সতর্কভাবে তথ্যগ্রহণ করবেন।ওয়েস্ট যেমন আফগানিস্তান ও পাকিস্তানে ড্রোন দিয়ে Suspected Terrorists নামে সাধারণ মানুষ মারে রাশিয়াও সিরিয়ার আলেপ্পো ও হোমসে একই কাজ করে।তবে Russia Today এটাকে আগ্রাসন বলেনা।RT হচ্ছে নয়া সাম্রাজ্যবাদী রাশিয়ার প্রোপাগান্ডা মেশিন।চেচেন ও দাগেস্তানের উপর রাশিয়ার বর্বরতা কখনোই RT বা Rupty তে দেখবেননা।একইভাবে রেডিও তেহরান ও PRESS TV ইরানের প্রোপাগান্ডা মেশিন।এতে কখনোই ইরানপন্থীদের অত্যাচার দেখবেন না ।বাশার আল আসাদের সৈন্যদের বর্বর আচরণ দেখা যায়না।আবার রেডিও তেহরানের সংবাদ পড়লে মনে হয় হূথিরা সৌদি সেনাদের পাইকারী হারে মেরে রিয়াদ দখল করবে যেকোন সময়।তুর্কি সাম্রাজ্যবাদীদের প্রোপাগান্ডা যন্ত্রের নাম Anadolu Agency-AA ।নয় জার্মান ফোর্থ রাইখ ভিত্তিক সাম্রাজ্যবাদীদের প্রোপাগান্ডা যন্ত্রের নাম ডয়েচে ভেলে DW।এশিয়ায় চীনের প্রোপাগান্ডা মেশিন Xinhua ।Xinhua শুধু সংবাদ সংস্থা নয়,নিজেই কয়েক ডজন পত্রিকা ও ম্যাগাজিন বের করে।BBC হচ্ছে ব্রিটিশ সাম্রাজ্যবাদীদের প্রধান প্রোপাগান্ডা মেশিন।AFP নামের আস্ত একটা এজেন্সি দিয়ে বিশ্বে ছড়ি ঘুরাচ্ছে সাম্রাজ্যবাদী ফরাসীরা।ভারতের প্রোপাগান্ডা যন্ত্র NDTV,PTI,Indiatimes এবং বাজারগোষ্ঠী।পাকিস্তানের DAWN প্রোপাগান্ডা চালায়।
অতএব মিডিয়া কোন ঐশী বাণীর আধার নয়।ঐখানে কাজ করে এই মর্ত্যের মানুষ ।তাদের নিজস্ব ক্ষোভ,প্রেম,লাভ,লোকসান এবং স্বার্থ জড়িত থাকে প্রতিটি শব্দের পিছনে।গণমানুষ শুধু মিডিয়া দেখে,শোনে বা পড়ে-এর কনটেন্টের উপর একচেটিয়া আধিপত্য কিন্তু অন্যদের।তারা খুবই ক্ষুদ্র তবে ভয়ঙ্কর একটি গোষ্ঠী!
একদম না।ওরা উদ্দেশ্যবিহীন কোন সংবাদই করেনা।যখন সব পশ্চিমা মিডিয়া একই সংবাদ প্রচার করে তখন নিশ্চিত থাকুন ওরা কোন গোপন এজেন্ডা নির্ধারণ করে আপনার মাথায় প্রবেশ করাবে এবং ঐ বিষয়ে আপনার মনোজগতে উপনিবেশ তৈরি করবে।এই কাজ ওরা আফগানিস্তান ও ইরাকে এবং তারও আগে ভিয়েতনামে আগ্রাসনের আগে করেছিল।পানামা পেপার্স (Panama Papers)নিয়েও নিশ্চয়ই কোন গেইম খেলছে।ইতোমধ্যেই মূল ডাটা থেকে পশ্চিমা পুঁজিবাদী ১% এর নাম গায়েব করে দেয়ার অভিযোগ উঠেছে।হতেই পারে।Fox,CNN,Nytimes,Guardian ইত্যাদির মালিকানা কর্পোরেটদের হাতে।ওরা সেই কর্পোরেট যাদের বিরুদ্ধে পশ্চিমে অকুপাই ওয়াল স্ট্রিট আন্দোলন হয়েছিল।ওরা ধোয়া তুলসী না।ভুলে গেছেন?
২।
ষড়যন্ত্র ও গুম-খুনে বিশ্বাসী প্রতিষ্ঠান CIA এর কর্মকর্তা Ray McGovern বলেছেন,প্রতিটি পশ্চিমা কর্পোরেট মিডিয়ার পিছনে একেকটি কর্পোরেশন রয়েছে যারা বিশ্বব্যাপী যুদ্ধ ও উত্তেজনা ছড়িয়ে লাভবান হয় ।(RT Online,৭ এপ্রিল,২০১৬)।এই কর্পোরেট মিডিয়া নিজেদের Agenda কে Global Agenda হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়।Panama Papers পর্যবেক্ষণ করলে তাই দেখা যায়।আপনি যেন ভুলে না যান যে,পশ্চিমা প্রভাবশালী কর্পোরেট মিডিয়ার ৯৬% এর মালিকানা ইহুদীবাদী ও অবৈধ ইসরাঈলপন্থীদের হাতে।
৩।
আইসল্যান্ডের প্রেসিডেন্ট ইসরাঈল বিরোধী।কিছুদিন আগে ইসরাঈলের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কও প্রায় শেষ করে দিয়েছিল নিপীড়িত ফিলিস্তিনীদের সহায়তার কারণে।সেটা কি কারণ ডেভিডকে ফাঁসানো?সে এতে সম্পৃক্ততা অস্বীকার করেছে তা কেন প্রচার করছেনা পশ্চিম?Putinphobia থেকেই পুতিনকে জড়িয়েছে গার্ডিয়ান।প্লান এসেছে CIA ও M15 থেকে।মার্কিন যুক্তরাষ্ট্রের কথিত New World Order কে চ্যালেঞ্জ করেছে আহমেদিনেজাদ,শ্যাভেজ,কিম জং উন,হু জিন তাও এবং পুতিন।এর ধারাবাহিকতায় আসাদকেও ফাঁসিয়েছে।সব দোষ দেখছি এন্টি আমেরিকা ও এন্টি ইসরাঈল ব্লকের।অথচ অস্ত্র ব্যবসায়ের সাথে জড়িত জায়োনিস্টদের কেউ নেই।নাকি Mossack Fonseca ই পশ্চিমাদের তথ্য বেশি গোপন করেছে?ICIJ এর প্রতিষ্ঠাতা কিন্তু জায়োনিস্ট ABC চ্যানেলে কর্মরত ছিল।এটা ভুলে যাওয়া যাবেনা।
৪।
সত্যি বলতে ফাঁসকৃত তথ্যগুলো যে সরবরাহ করেছে সে ভুল হাতে দিয়েছে।উচিত ছিল Wikileaks এর হাতে দেয়া।অথবা যুগপত্ মার্কিন ও রাশিয়ার মিডিয়ার কাছে দেয়া।তাতে পরস্পরের এজেন্ডায় একে অন্যের তথ্য ফাঁস করতো।তথ্য পশ্চিমা চলে যাওয়ায় ফিল্টারিংয়ের সম্ভাবনা জেগেছে।তথ্যের একমুখীতা কখনোই ভারসাম্য তৈরি করতে পারেনা।কারণ এই পশ্চিমা মিডিয়ার ভয়াবহ মিথ্যাচারই কিন্তু মিথ্যা অজুহাতে ইরাক ধ্বংস করেছে।কোথায় এখন সেই WMD-Weapons of Mass Destruction?কার্যত আজকের আইএস ও মধ্যপ্রাচ্যের আগুন তখনই জ্বেলেছিল ওরা।So be aware of western propaganda machines...
৫।
কেন তবে মার্কিন যুক্তরাষ্ট্রের পুঁজিবাদীরা তালিকায় নেই?এর কারণ হতে পারে সুইস ব্যাংক।কারণ সুইস ব্যাংক পৃথিবীর সব চোর বাটপারের চেয়ে শ্বেতাঙ্গদের গুরুত্ত্ব দেয়।এটি থাকতে মোসাক ফনসেকাকে কাজে লাগানো দরকার নাও হতে পারে।আবার মার্কিন পুঁজিবাদীদের যে ব্যবসা ও ডাকাতি তা মূলত কথিত তৃতীয় বিশ্বনির্ভর।এসব রাষ্ট্র চাইলে যেকোন সময় এদের আটকাতে পারে।কিন্তু TICFA চুক্তির আওতায় খালাস পায় আমেরিকানরা।একারণেই হয়তো তালিকায় ওরা নেই।অথবা সত্যিই টাকা দিয়ে গায়েব করেছে ডাটা।
৬।
Propaganda মানে একই অস্বচ্ছ তথ্য বারবার প্রচার বা সম্প্রচারের মাধ্যমে গণমানস নিয়ন্ত্রণ প্রবণতা।প্রোপাগান্ডার পূর্ব ধাপের নাম Agenda Setting and Building ।মিডিয়ার শক্তি ভয়াবহ।একজন জননেতা কয়জনের সামনে কথা বলেন?বেশি হলে ৫০ লাখ?১ কোটি?অথচ একটি মিডিয়া একযোগে কয়েকশ কোটি মানুষের সামনে কথা বলে।মিডিয়া গরীব রিকশাওয়ালা থেকে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের মাথা খেয়ে দিতে পারে।Media Imperialism সাধারণ সামরিক সাম্রাজ্যবাদের চেয়ে ভয়ানক।সমরাস্ত্র দিয়ে মনের নিয়ন্ত্রণ নেয়া অসম্ভব।কিন্তু মিডিয়া দিয়ে দেহ ও মন সবকিছুকে নিয়ন্ত্রণে নেয়া মামুলি ব্যাপার।আপনি সতর্ক না হলে যেকোন সময় বিভ্রান্ত হতে পারেন।আজকে মার্কিন যুক্তরাষ্ট্র এ পশ্চিম যে মুসলমানদের টেররিস্ট হিসেবে দেখাচ্ছে এটার শুরুও হয়েছে মিডিয়ার হাত ধরে।So be aware of these western propaganda machines...
৭।
শুধু যে ওয়েস্টার্ণ মিডিয়া থেকে সাবধান থাকবেন তা নয়।অন্যান্য মিডিয়া থেকেও সতর্কভাবে তথ্যগ্রহণ করবেন।ওয়েস্ট যেমন আফগানিস্তান ও পাকিস্তানে ড্রোন দিয়ে Suspected Terrorists নামে সাধারণ মানুষ মারে রাশিয়াও সিরিয়ার আলেপ্পো ও হোমসে একই কাজ করে।তবে Russia Today এটাকে আগ্রাসন বলেনা।RT হচ্ছে নয়া সাম্রাজ্যবাদী রাশিয়ার প্রোপাগান্ডা মেশিন।চেচেন ও দাগেস্তানের উপর রাশিয়ার বর্বরতা কখনোই RT বা Rupty তে দেখবেননা।একইভাবে রেডিও তেহরান ও PRESS TV ইরানের প্রোপাগান্ডা মেশিন।এতে কখনোই ইরানপন্থীদের অত্যাচার দেখবেন না ।বাশার আল আসাদের সৈন্যদের বর্বর আচরণ দেখা যায়না।আবার রেডিও তেহরানের সংবাদ পড়লে মনে হয় হূথিরা সৌদি সেনাদের পাইকারী হারে মেরে রিয়াদ দখল করবে যেকোন সময়।তুর্কি সাম্রাজ্যবাদীদের প্রোপাগান্ডা যন্ত্রের নাম Anadolu Agency-AA ।নয় জার্মান ফোর্থ রাইখ ভিত্তিক সাম্রাজ্যবাদীদের প্রোপাগান্ডা যন্ত্রের নাম ডয়েচে ভেলে DW।এশিয়ায় চীনের প্রোপাগান্ডা মেশিন Xinhua ।Xinhua শুধু সংবাদ সংস্থা নয়,নিজেই কয়েক ডজন পত্রিকা ও ম্যাগাজিন বের করে।BBC হচ্ছে ব্রিটিশ সাম্রাজ্যবাদীদের প্রধান প্রোপাগান্ডা মেশিন।AFP নামের আস্ত একটা এজেন্সি দিয়ে বিশ্বে ছড়ি ঘুরাচ্ছে সাম্রাজ্যবাদী ফরাসীরা।ভারতের প্রোপাগান্ডা যন্ত্র NDTV,PTI,Indiatimes এবং বাজারগোষ্ঠী।পাকিস্তানের DAWN প্রোপাগান্ডা চালায়।
অতএব মিডিয়া কোন ঐশী বাণীর আধার নয়।ঐখানে কাজ করে এই মর্ত্যের মানুষ ।তাদের নিজস্ব ক্ষোভ,প্রেম,লাভ,লোকসান এবং স্বার্থ জড়িত থাকে প্রতিটি শব্দের পিছনে।গণমানুষ শুধু মিডিয়া দেখে,শোনে বা পড়ে-এর কনটেন্টের উপর একচেটিয়া আধিপত্য কিন্তু অন্যদের।তারা খুবই ক্ষুদ্র তবে ভয়ঙ্কর একটি গোষ্ঠী!
0 Comments