এ মাটিতে যার কোন ভূমিকা নেই, কলহ বাদিয়ে খাড়া শয়তানী ছাড়া
যার ভেতরে এক পজিট্রন সাম্যবোধ নেই ; বুলিসর্বস্ব আপাদমস্তক অবিশুদ্ধ সেই পশুগুলো উঁকি দিচ্ছে
আবার একটি কলঙ্কিত কাহিনী জন্ম দিতে ।।
এ চেতনা ক্ষতবিক্ষত করে যারা একাকার হতে চায় উগ্রমূর্খ নির্লজ্জ জাতের সঙ্গে,
ইতিহাসের ভুঁড়িফেড়ে যারা ওপারের হায়েনাদের প্রশ্নবিদ্ধ অবদান ঢুকাতে চায়,
এ জাতি, এ রাষ্ট্র, এ বিশ্বাসে যে শুয়োরের বাচ্চাদের অনাস্থা জন্মগত
এ দেশ অচল,স্তব্ধ আজ সেই বর্ণচোরা কোকিলের ডিমের আধিক্যে ।।
অভুক্ত সেই শকুন সংখ্যায় প্রকাশঅযোগ্য বার এই রক্তের দাগ লেগে থাকা বাংলাদেশের অস্তিত্ব বিলীন করতে চেয়েছে,
এ হীননিম্ন লক্ষ্যে কখনো প্রেমিক, কখনো বাদী, কখনো সৈনিক, কখনো নেতা, ধর্মগুরু এবং
এখনো প্রতিক্ষণে সময়ের খাদে খাদে ওঁতপেতে আছে হাতে গোনা কয়েকটি অথবা লুকিয়ে থাকে অসংখ্য দেশপ্রেমিক দেশদ্রোহী !!
প্রজন্মের সংকর ধারাটি আজ বিপন্ন করেছে সংস্কৃতি, বাংলা মায়ের চাওয়া-পাওয়া , করে যাচ্ছে মিলিত ধর্ষণ বাংলাদেশকে
তার ভাষাকে, অর্থনীতিকে, ভৌগলিক অবস্থানকে ও বাংলাদেশকে ; বাঙালিত্বকে ।।
আঁধার এসেছে, আশার অগ্নি প্রজ্জ্বলন করতে হাইপারডাইভ দিয়ে ছুটেছে এক দল বিশুদ্ধরক্ত সন্তান-
তাদের চোখ নিচে নামেনা, হাত মুষ্টিবদ্ধ, তাদের তড়িত্ গতি
তারা স্বপ্ন দেখে, স্বপ্নবোনে, স্বপ্ন দেখায়,
তারা মানচিত্র সুদৃঢ় করতে চায়, মানচিত্র পূর্ণাঙ্গ করবেই তারা ।।
বাঁধা আসে, টলেনা ; নির্মম শীতনিদ্রিত ঘাতক, দ্রোহীদের অনৈতিক ও অবৈধ অবস্থানকে চিরঅবাঞ্ছিত করা হয় ।
কতক সত্যিকার ভূমির সন্তান আক্রান্ত হয় ,
নির্গত গাড় লাল রক্ত স্ক্যান করে দেখা যায় :
কণিকায় কণিকায় বাংলাদেশ, বাংলা, বাংলাদেশ ।।।
বাংলাদেশ চির চিরঞ্জীব,চির দুর্জয়, সব শত্রুজয়ী বাংলাদেশ ।।
যার ভেতরে এক পজিট্রন সাম্যবোধ নেই ; বুলিসর্বস্ব আপাদমস্তক অবিশুদ্ধ সেই পশুগুলো উঁকি দিচ্ছে
আবার একটি কলঙ্কিত কাহিনী জন্ম দিতে ।।
এ চেতনা ক্ষতবিক্ষত করে যারা একাকার হতে চায় উগ্রমূর্খ নির্লজ্জ জাতের সঙ্গে,
ইতিহাসের ভুঁড়িফেড়ে যারা ওপারের হায়েনাদের প্রশ্নবিদ্ধ অবদান ঢুকাতে চায়,
এ জাতি, এ রাষ্ট্র, এ বিশ্বাসে যে শুয়োরের বাচ্চাদের অনাস্থা জন্মগত
এ দেশ অচল,স্তব্ধ আজ সেই বর্ণচোরা কোকিলের ডিমের আধিক্যে ।।
অভুক্ত সেই শকুন সংখ্যায় প্রকাশঅযোগ্য বার এই রক্তের দাগ লেগে থাকা বাংলাদেশের অস্তিত্ব বিলীন করতে চেয়েছে,
এ হীননিম্ন লক্ষ্যে কখনো প্রেমিক, কখনো বাদী, কখনো সৈনিক, কখনো নেতা, ধর্মগুরু এবং
এখনো প্রতিক্ষণে সময়ের খাদে খাদে ওঁতপেতে আছে হাতে গোনা কয়েকটি অথবা লুকিয়ে থাকে অসংখ্য দেশপ্রেমিক দেশদ্রোহী !!
প্রজন্মের সংকর ধারাটি আজ বিপন্ন করেছে সংস্কৃতি, বাংলা মায়ের চাওয়া-পাওয়া , করে যাচ্ছে মিলিত ধর্ষণ বাংলাদেশকে
তার ভাষাকে, অর্থনীতিকে, ভৌগলিক অবস্থানকে ও বাংলাদেশকে ; বাঙালিত্বকে ।।
আঁধার এসেছে, আশার অগ্নি প্রজ্জ্বলন করতে হাইপারডাইভ দিয়ে ছুটেছে এক দল বিশুদ্ধরক্ত সন্তান-
তাদের চোখ নিচে নামেনা, হাত মুষ্টিবদ্ধ, তাদের তড়িত্ গতি
তারা স্বপ্ন দেখে, স্বপ্নবোনে, স্বপ্ন দেখায়,
তারা মানচিত্র সুদৃঢ় করতে চায়, মানচিত্র পূর্ণাঙ্গ করবেই তারা ।।
বাঁধা আসে, টলেনা ; নির্মম শীতনিদ্রিত ঘাতক, দ্রোহীদের অনৈতিক ও অবৈধ অবস্থানকে চিরঅবাঞ্ছিত করা হয় ।
কতক সত্যিকার ভূমির সন্তান আক্রান্ত হয় ,
নির্গত গাড় লাল রক্ত স্ক্যান করে দেখা যায় :
কণিকায় কণিকায় বাংলাদেশ, বাংলা, বাংলাদেশ ।।।
বাংলাদেশ চির চিরঞ্জীব,চির দুর্জয়, সব শত্রুজয়ী বাংলাদেশ ।।
1 Comments
হাইপারডাইভ হবে।
ReplyDelete